বাংলার ইতিহাস
বাঙালি জাতির উৎপত্তি
- সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে দুভাবে ভাগ করা হয়। যথা-
- প্রাক-আর্য(অনার্য)
- আর্য
অনার্য জাতিগোষ্ঠীকে চার ভাগে ভাগ করা হয়-
- নেগ্রিটো
- অস্ট্রিক
- দ্রাবিড়
- ভোটচীনীয়
- অস্ট্রিক জাতি থেকে বাঙালী জাতির প্রধান অংশ গড়ে উঠেছে
- অস্ট্রিক জাতিদের নিষাদ জাতি হিসেবে বলা হয়
- আর্যদের আদিনিবাস ছিল ইউরাল পর্বতের দক্ষিণে বর্তমান এশিয়া-ইরানে
- ভারতবর্ষে আর্যদের আগমন ঘটে খ্রিস্টপূর্ব ২০০ অব্দে
- আর্যরা সনাতনী ধর্মালম্বী ছিল
- আর্যদের ধর্মগ্রন্থের নাম ছিল বেদ
- নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত আদি-অস্ট্রেলীয় নরগোষ্ঠীভূক্ত
বাংলার প্রাচীন জনপদ
| প্রাচীন জনপদ | বর্তমান অবস্থান |
| পুন্ড্র | বৃহত্তম বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর |
| বরেন্দ্র | রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ (রাজশাহী জেলার উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ |
| বঙ্গ | বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী |
| সমতট | বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী |
| চন্দ্রদ্বীপ | বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী , মাদারীপুর, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট |
| গৌড় | মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান ও চাপাইনবাবগঞ্জ |
| রাঢ় | পশ্চিম বাংলার দক্ষিণাংশ |
| হরিকেল | সিলেট, চট্টগ্রাম |
সক্রেটিস ——> প্লেটো ——> এরিস্টটল ——-> আলেকজান্ডার
বাংলায় মৌর্য যুগ
চন্দ্রগুপ্ত মৌর্য
- ভারতীয় উপমহাদেশের প্রথম সম্রাজ্যের নাম মৌর্য সাম্রাজ্য
- চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্ব ৩২১ অব্দে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন
- চন্দ্রগুপ্ত ভারতের প্রথম সম্রাট
- চন্দ্রগুপ্তের রাজধানী ছিল পাটলিপুত্র
- চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী ছিল চাণক্য
- চাণক্যের বিখ্যাত ছদ্মনাম ছিল কৌটিল্য
- চাণক্যের বিখ্যাত সংস্কৃত গ্রন্থ ছিল অর্থশাস্ত্র
সম্রাট অশোক
- মৌর্য বংশের তৃতীয় সম্রাট ছিলেন অশোক
- সম্রাট অশোকের রাজধানী ছিল পুন্ড্রনগর
- মহাস্থানগড়ে সম্রাট অশোকের শিলালিপি পাওয়া গেছে
- কলিঙ্গের যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করেন
- সম্রাট অশোক কে বৌদ্ধ ধর্মের কনস্ট্যানটাইল বলা হয়
বাংলায় গুপ্ত যুগ
প্রথম চন্দ্রগুপ্ত
- ভারতের গুপ্তবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত
- তিনি ৩২০ সালে পাটলিপুত্রের সিংহাসনে আরোহন করেন
- গুপ্ত যুগকে প্রাচীন উপমহাদেশের স্বর্ণযুগ বলা হয়
সমুদ্রগুপ্ত
- চন্দ্রগুপ্তের মৃত্যুর পর সমুদ্রগুপ্ত সিংহাসনে বসেন
- সমুদ্রগুপ্ত গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা
- সমুদ্রগুপ্তকে বাংলার নেপোলিয়ন বলা হয়
- গুপ্ত অধিকৃত বাংলার রাজধানীও ছিল পুন্ড্রনগর
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
- সমুদ্রগুপ্তের মৃত্যু পর সমুদ্রগুপ্ত পাটলিপুত্রের সিংহাসনে বসেন
- দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধী ছিল বিক্রমাদিত্য
- দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারের নয়জনকে নবরত্ন বলা হতো
- আর্যভট্ট ও বরাহমিহির ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারের বিখ্যাত বিজ্ঞানী
- বরাহমিহির ছিলেন একজন জ্যোতির্বিদ তার বিখ্যাত গ্রন্থের নাম বৃহৎ সংহিতা
- আর্যভট্ট সবার আগে পৃথিবীর আহ্নিক ও বার্ষিক গতি নির্ণয় করেন, তার বিখ্যাত গ্রন্থের নাম আর্য সিদ্ধান্ত
- ৬ষ্ঠ শতকের প্রথমার্ধে ভারতের বিশাল গুপ্ত সম্রাজ্যের পতন ঘটে
গুপ্ত পরবর্তী যুগ
- গুপ্তবংশের পতনের পর বাংলায় দুটি স্বাধীন রাজ্যের উদ্ভব হয়
- রাজ্য দুটি বঙ্গ রাজ্য ও গৌড়
- প্রাচীনকালে রাজারা তামার পাতে খোদাই বিভিন্ন ঘোষণা বা নির্দেশ দিতেন। এগুলোকে তাম্রশাসন বলা হত
- স্বাধীন বঙ্গ রাজ্য আমলের এ রকম ৭টি তাম্রলিপি পাওয়া গেছে
- গুপ্ত রাজাদের অধিনে বড় কোন অঞ্চলের শাসনকর্তাকে বলা হত মহাসামন্ত
- শশাঙ্ক ছিলেন গুপ্ত রাজা মহাসেন গুপ্তের একজন মহাসামন্ত
- শশাঙ্ক প্রাচীন বাংলার জনপদ্গুলোকে গৌড় নামে একত্রিত করেন
- শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ (মুর্শিদাবাদ)
- হর্ষবর্ধন পুন্ড বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন
- হর্ষবর্ধন এর রাজধানী ছিল কনৌজ
- হর্ষবর্ধনের সময় বিখ্যাত সাহিত্যিক ছিলেন বানভট্ট
পাল বংশ
- পাল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন গোপালের পুত্র ধর্মপাল
- পাল বংশের সময় ত্রিশক্তির সংঘর্ষ হয়
- পাল বংশের সর্বশেষ রাজা ছিলেন রামপাল
- রামপাল বরেন্দ্র এলাকায় পানি কস্ট দূর করার জন্য অনেক দীঘি খনন করেন
- দিনাজপুরের রামসাগর দীঘি রামপালের কীর্তি
সেন রাজাদের ইতিহাস
- বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন
- তিনি কর্ণাট থেকে বৃদ্ধ বয়সে বাংলায় আসেন
- তিনি প্রথমে রাঢ় অঞ্চলের গঙ্গার তীরে বসতি স্থাপন করেন
- সেন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন বিজয়সেন
- সেন বংশের রাজারা ছিলেন হিন্দু ধর্মালম্বী
- ১২০৪ সালে মুসলিম সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি সেনদের পরাজিত করে নদীয়া দখন করেন
উপমহাদেশে ইসলামের আবির্ভাব
- উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের রাজত্বকালে মুসলমানদের বিজয়াভিযান শুরু হয়
- তার সেনাপতি ছিলেন মুসাবিন বিন নুসাইর সমগ্র উত্তর আফ্রিকা জয় করেন
- তার আরেজ সেনাপতি তারিক স্পেন জয় করেন
- তার জামাতা মুহম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন
বাংলার ইতিহাস সর্বোপরি অনেক বেশি সমৃদ্ধ
বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি । মানবিক | সাধারণজ্ঞান । বাংলাদেশ
কোর্স দেখুন
বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ গ্রুপে জয়েন করুন
কোর্স দেখুন